বিজ্ঞান প্রযুক্তি আমাদের জীবনকে করেছে অনেক সহজ ও সাবলীল। আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানকে ব্যবহার করছি নানা ভাবে। ঠিক তেমনি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায়ও বিজ্ঞানকে ব্যবহার করা হচ্ছে। আজকাল বেশিরভাগ দেশেই বিজ্ঞান সম্মত উপায়েই প্রতিরক্ষা নিশ্চিত করা হয়। নিজেদের রক্ষার স্বার্থে এই বিজ্ঞানকে কাজে লাগিয়ে তৈরী করা হচ্ছে নানা ধরণের অত্যাধুনিক অস্ত্র। আজকের টিউনটি বিশ্বের সেরা প্রযুক্তি নিয়ে একটি ধারাবাহিক টিউন, যার প্রথম পর্বে আপনাদের জন্য থাকছে বিজ্ঞানের ছোঁয়ায় তৈরী বিশ্বের সেরা ১০টি রাইফেল, যেগুলো তাদের ক্ষমতা ও আধুনিকতার জন্য বিশ্বের সর্বস্থানে সুপরিচিত।


At Number 10

Heckler Koch HK MG4 MG 43 Machine Gun




“হ্যাকলার অ্যান্ড কচ” হল জার্মানীর একটি বিখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান যারা এই মেশিনগানটির প্রস্তুতকারক। আসলে এই অস্ত্রটিকে ১৯৯০ সালের পরবর্তী সময়ে ডেভেলপ করা হলেও সর্বপ্রথম প্রদর্শন করা হয় ২০০১ সালে। এই অস্ত্রটিকে স্কোয়াড সাপোর্ট লেভেলে 7.62 mm MG3 General-purpose Machine gun এর পরিবর্তে ব্যবহার করার জন্য নির্বাচিত করা হয়েছিল। এই অস্ত্রটিকে Puma Infantry Fighting Vehicleসেকেন্ডারী ওয়েপন হিসেবে ব্যবহার করা হয়। এই অস্ত্রটির ডিজাইন এমনভাবে করা হয় যাতে এটি বহনে হালকা, অস্ত্র চালকের সুবিধা সম্পূর্ণরূপে নিশ্চিত হয়।
এক নজরে Heckler Koch HK MG4 MG 43 Machine Gun :
Type : Light machine gun
Place Of Origin : Germany
Designer : Heckler & Koch
Variants : MG4E, MG4KE
Weight :
  • 8.55 kg (18.85 lb) (MG4)
  • 7.90 kg (17.4 lb) (MG4E)
  • 7.70 kg (17.0 lb) (MG4KE)

Length :
  • 1,050 mm (41.3 in) stock extended/ 830 mm (32.7 in) stock folded (MG4, MG4E)
  • 950 mm (37.4 in) stock extended / 750 mm (29.5 in) stock folded (MG4KE)

Barrel Length  :
  • 480 mm (18.9 in) (MG4, MG4E)
  • 402 mm (15.8 in) (MG4KE)

Width and Height : 90 mm (3.5 in) & 250 mm (9.8 in)
Cartridge : 5.56×45mm NATO
Rate Of Fire : 775–885 rounds/min
Effective Range : Approx. 1,000 m (MG4, MG4E) & Approx. 900 m (MG4KE)
Sights : Iron sights; MIL-STD-1913 rail provided for optics, German Army models are equipped with telescopic sights with 3x magnification.

At Number 9

Heckler and Koch HK416 Assault Rifle



এই অস্ত্রটিও “হ্যাকলার অ্যান্ড কচ” কোম্পানির ডিজাইন করা অ্যাসল্ট রাইফেল। এই অস্ত্রটি মার্কিন সেনাবাহিনী অত্যন্ত জনপ্রিয় একটি অস্ত্র। ২০০৫ সালে অস্ত্রটির ডিজাইন করা হয়। Colt M4 Carbine এর জাত ভাই হিসেবে এটিকে ইউ.এস. মিলিটারীতে ইস্যু করা হয়েছিল। ২০১৩ সালে অস্ত্রটি ইউ.এস. আর্মি এর Individual Carbine Competition এ অংশ নিয়ে বিশেষ স্থান লাভ করে। অস্ত্রটিতে নতুন প্রযুক্তি হিসেবে HK G36 এর HK-Proprietary Short-Stroke Gas System আলাদা ভাবে যোগ করা হয়েছে, যার ফলে অস্ত্রের সাসপেনশন ও পারফরম্যান্স বেড়েছে অনেক গুণ।
এক নজরে Heckler and Koch HK416 Assault Rifle –
Type : Assault Rifle
Place of Origin : Germany
Designer : Ernst Mauch
Variants : D10RS, D14.5RS, D16.5RS, D20RS, HK416C, MR223, HK417, M27 Infantry Automatic Rifle
Weight :
  • HK416C: 2.950 kg (6.50 lb)
  • D10RS: 3.020 kg (6.66 lb)
  • D14.5RS: 3.490 kg (7.69 lb)
  • D16.5RS: 3.560 kg (7.85 lb)
  • D20RS: 3.855 kg (8.50 lb)
  • M27 IAR: 3.600 kg (7.94 lb)

Length :
  • HK416C: 690 mm (27.2 in) stock extended / 560 mm (22.0 in) stock collapsed
  • D10RS: 797 mm (31.4 in) stock extended / 701 mm (27.6 in) stock collapsed
  • D14.5RS: 900 mm (35.4 in) stock extended / 804 mm (31.7 in) stock collapsed
  • D16.5RS: 951 mm (37.4 in) stock extended / 855 mm (33.7 in) stock collapsed
  • D20RS: 1,037 mm (40.8 in) stock extended / 941 mm (37.0 in) stock collapsed
  • M27 IAR: 940 mm (37.0 in) stock extended / 840 mm (33.1 in) stock collapsed

Barrel Length :
  • HK416C: 228 mm (9.0 in)
  • D10RS: 264 mm (10.4 in)
  • D14.5RS: 368 mm (14.5 in)
  • D16.5RS: 419 mm (16.5 in)
  • D20RS: 505 mm (19.9 in)
  • M27 IAR: 420 mm (16.5 in)

Width : 78 mm (3.1 in)
Height : HK416C: 236 mm (9.3 in) & HK416 and M27 IAR: 240 mm (9.4 in)
Cartridge : 5.56×45mm NATO
Rate Of Fire : 700 – 900 rounds/min (cyclic)
Sights : Rear rotary diopter sight and front post, Picatinny rail

At Number 8

Accuracy International AS50 Sniper Rifle


বিশ্বের সেরা স্নাইপার রাইফেলের মধ্যে অন্যতম এই মডেলটি। এই অস্ত্রটি Accuracy International নামে একটি ব্রিটিশ ফার্মের ডিজাইনে তৈরী করা হয়েছে এবং এটিকে “.50 BMG sniper/Anti-materiel Rifle” ক্যাটাগরীতে ধরা হয়। এই অস্ত্রটি অনেক দূর থেকে টার্গেট এনগেজ করতে পারে এবং বিস্ফোরক বুলেটের সাথে টার্গেটকে ধরাশায়ী করতে পারদর্শী। এই মডেলে রয়েছে “Gas operated Semi-automatic Action” এবং হাইলি সফিসটিকেটেড “Muzzle Brake”, যা অস্ত্রের পারফরম্যান্স আরো দ্রুত এবং সফল করতে সাহায্য করে। এই ধরণের রাজসিক স্নাইপার রাইফেলটির ওজন অনেক কম এবং সহজে বহন ও সংযোজনযোগ্য বলে এটি অনেক বাহিনীরই প্রথম পছন্দ।
এক নজরে Accuracy International AS50 Sniper Rifle :
Type : Anti-materiel rifle, sniper rifle
Place Of Origin : United Kingdom
Designed and Produced : 2007
Weight : 27 lb (12.2 kg) (no scope/sight, empty mag)
Length : 53.9″ (1369 mm)
Barrel length : 692 mm
Cartridge : .50 BMG
Rate of Fire : semi-automatic, estimated at 5 rounds/1.6 seconds
Effective Range : 1,800 m
Feed system : 5 or 10-round detachable box magazine

At Number 7

F-2000 Assault Rifle



এই অস্ত্রটি বিশ্বের সকল সেনাবাহিনীর কাছে অত্যন্ত জনপ্রিয় একটি অস্ত্র। এটির ডিজাইন করে “FN Herstal” নামের বেলজিয়াম ভিত্তিক একটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। এই অস্ত্রটি ২০০১ সালে সর্বপ্রথম আবুধাবিতে প্রদর্শিত হয়। এই অস্ত্রটির প্রধান বৈশিষ্ট্য হল, এতে রয়েছে একটি “Removable Hand Guard” যা অস্ত্রের চালককে অস্ত্রটি চালনায় সাবলীল বোধ করতে সহায়তা করে। তার পাশাপাশি ওজনে হালকা এবং সাইজে ছোট কিন্তু মারাত্মক অস্ত্র বিধায় এটি অনেক বাহিনীরই প্রথম পছন্দ।
এক নজরে F-2000 Assault Rifle :
Type : Bullpup assault rifle
Place Of Origin : Belgium
Variants : F-2000, F-2000 Tactical, FS-2000
Weight :
  • 3.6 kg (7.9 lb) (F2000)
  • 3.39 kg (7.5 lb) (F2000 Tactical)
  • 3.65 kg (8.0 lb) (FS2000)
  • 3.44 kg (7.6 lb) (FS2000 Tactical)

Length :
  • 688 mm (27.1 in) (F2000)
  • 688 mm (27.1 in) (F2000 Tactical)
  • 744 mm (29.3 in) (FS2000)
  • 44 mm (29.3 in) (FS2000 Tactical)

Barrel Length :
  • 400 mm (16 in) (F2000)
  • 400 mm (16 in) (F2000 Tactical)
  • 443 mm (17.4 in) (FS2000)
  • 443 mm (17.4 in) (FS2000 Tactical)

Width & Height : 81.3 mm (3.20 in) & 259.1 mm (10.20 in)
Cartridge : 5.56×45mm NATO
Rate Of Fire : 850 rounds/min
Effective Range : 500 m (1,600 ft)
Sights : 1.6× magnified telescopic sight, notch back-up sight.

At Number 6

Kalashnikov AK-47 Assault Rifle

 


দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অস্ত্রটি প্রথম তৈরী করা হয় রাশিয়ান সেনাবাহিনীর জন্য। মিখাইল কালাশনিকভ নামের এক ব্যক্তি এই অস্ত্রটি ডিজাইন করেন। এই অস্ত্রটি আবিষ্কারের প্রায় ছয় যুগ পার হয়ে যাবার পরেও এটি বিশ্বের বিভিন্ন সেনাবাহিনী বিশেষ করে রাশিয়ান বাহিনী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন গেরিলা বাহিনী এবং সন্ত্রাসী দলের কাছে এখনও অনেক জনপ্রিয়। কাঠের তৈরী এ অস্ত্রটি ভাঁজ করে বহনযোগ্য এবং তার পাশাপাশি দামেও অনেক কম। এই কারণে বিশ্বের সকল দেশে এটি এখনো সেরা দশে স্থান দখল করে আছে। সবার কাছে এটি AK-47 নামেই পরিচিত।
এক নজরে Kalashnikov AK-47 Assault Rifle :
Type : Assault Rifle
Place of Origin : Soviet Union
Designer : Mikhail Kalashnikov
Weight : 4.78 kg (10.5 lb) with a loaded magazine, AKM weight with unloaded magazine 3.1 Kg.
Length : 880 mm (35 in) fixed wooden stock, 875 mm (34.4 in) folding stock extended, 645 mm (25.4 in) stock folded.
Barrel length : 415 mm (16.3 in)
Cartridge : 7.62×39mm M43/M67
Rate Of Fire : 
  • Cyclic rate of fire is 600 rounds/min
  • Semi-auto rate of fire is 40 rounds/min
  • Full-auto burst rate of fire is 100 rounds/min

Effective Range : 400 metres (440 yd) semi-automatic & 300 metres (330 yd) full automatic.

Sights : 
  • Adjustable iron sights with a 378 mm (14.9 in) sight radius
  • AK-47 has 100–800 meter adjustments
  • AKM has 100–1000 meter adjustments

At Number 5

MG3 Machine Gun


সেরা অস্ত্রের তালিকায় পঞ্চম স্থানে থাকা এই মেশিনগানটি ১৯৫১ সালের দিকে একটি জার্মান ফার্মে ডেভেলপ করা হয়েছিল। মেশিনগানের তালিকায় এই অস্ত্রটিকে উপরে রাখা হয়। এতে রয়েছে অত্যন্ত হাই ভেলোসিটির বুলেট ছোঁড়ার ক্ষমতা এবং অদ্ভুত আকৃতির ব্যারেল যা বুলেটের গতি বাড়িয়ে দিতে সহায়তা করে। তার পাশাপাশি এক মিনিটের ফায়ারে ৫টি গ্রেনেডের সমান ক্ষতি করতে সক্ষম এই অস্ত্রটি।
এক নজরে MG3 Machine Gun : 
Type : General-purpose machine gun
Place Of Origin : West Germany
Weight : 10.5 kg (23.15 lb) & 27.5 kg (61 lb) (mounted on tripod)
Length : 1,225 mm (48.2 in) & 1,097 mm (43.2 in) (without stock)
Barrel Length : 565 mm (22.2 in)
Cartridge : 7.62×51mm NATO
Rate Of Fire : 1000–1300 rpm
Effective Range : 200–1,200 m sight adjustments
Maximum Range : 800 m (bipod), 1,000 m (tripod mounted) & 3,000 m (gun carriage)
Sights : Open tangent iron sights.

At Number 4

XM307 ACSW Advanced Heavy Machine Gun

 


এই অস্ত্রটির নামের সাথে “হেভী” শব্দটি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এটা কি জিনিস! জ্বি হ্যাঁ, এটাকে মেশিনগানের দুনিয়ায় সবচাইতে মারাত্মক অস্ত্রের মধ্যে একটি বলে ধরা হয়। প্রায় দুই কিলোমিটার এফেক্টিভ রেঞ্জে এই অস্ত্রটি সবকিছু গুঁড়িয়ে দিতে সক্ষম। এটির ডিজাইন করেছে ইউ.এস. আর্মি এবং অবিশ্বাস্য হলেও সত্য যে এটি সেকেন্ডে ৫০ রাউন্ড গুলি ছুঁড়তে পারে! শুধু গুলিই নয়, নির্দিষ্ট দূরত্বে গ্রেনেড লঞ্চার হিসেবে গ্রেনেড ছুঁরটেও বেশ পারদর্শী এই অস্ত্রটি! আরেকটি মজার বিষয় হল এই অস্ত্রটি একজন সৈন্যের পক্ষে চালানো খুবই কষ্টকর! কমপক্ষে দুজন সৈন্যকে এই অস্ত্রের পরিচালনার দায়িত্ব নিতে হয়!
এক নজরে XM307 ACSW Advanced Heavy Machine Gun :
Type : Heavy Machine Gun
Place Of Origin : United States of America
Weights : 50-80* lbs (22.7 kg) (Gun, mount, and fire control)*With ammo
Length : 1,326 mm (52.2 in)
Barrel length : 638 mm (25.1 in)
Crew : 2 men
Caliber : 25 x 59 mm
Rate Of Fire : 300 rounds per minute
Effective Range : Lethal and Suppressive out to 2,187.2 yd (2,000 m)
Maximum Range : 3,937 yd (3,600 m)
Sights : Grenade Launcher: computerized with viewfinder & Machine Gun: fixed rear iron.

At Number 3

Uzi Sub-machine Gun



এই অস্ত্রটি ছোট কিন্তু অত্যন্ত, অত্যন্ত ভয়ংকর একটি অস্ত্র। এটিকে বলা হয় উজি সাব-মেশিনগান। আকারে দেখতে পিস্তলের মত এই অস্ত্রটির ডিজাইন করে ইসরায়েল। এই অস্ত্রটি মিনিটে ছয়শ রাউন্ড গুলি করতে পারে। কিন্তু মজার বিষয় হল হামাস ও আল কায়েদা সদস্যরাই এই অস্ত্র ব্যবহার করে ইসরায়েলীদের বিরুদ্ধে! অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মত। তবে এটি আকারে ছোট, সহজে বহনযোগ্য এবং প্রশংসনীয় পারফরম্যান্সের জন্য বিশ্বের অধিকাংশ দেশেই অন্যতম সেরা অস্ত্র হিসেবে সমাদৃত।
এক নজরে Uzi Sub-machine Gun : 
Type : Sub-machine Gun
Place Of Origin : Israel
Weight : 3.5 kg (7.72 lb)
Length : 640 mm (25 in) stock extended & 470 mm (18.5 in) stock collapsed
Barrel Length : 260 mm (10.2 in)
Cartridge : 9×19mm Parabellum, 0.22 LR, 0.45 ACP, 0.41 AE
Rate OF Fire : 600 rounds/min
Effective Range : 200 m
Sights : Iron Sights.

At Number 2

Thompson M1921 Submachine Gun

 


সেরা অস্ত্রের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এই সাব মেশিনগানটি। ১৯১৯ সালে John T. Thompson নামের এক ব্যক্তি এই অস্ত্রের ডিজাইন এবং ডেভেলপ করেন। তার নামানুসারেই এই অস্ত্রের নাম রাখা হয়। তবে অনেকের কাছে এটি “টমি গান” নামেও পরিচিত। এই অস্ত্রটি সারা বিশ্বের বিভিন্ন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে এবং সৈন্যদের প্রথম পছন্দ ছিল। এই অস্ত্রটির হাই ভলিউম অটোমেটিক ফায়ার ক্যাপাবলিটির কারণে এটি বিশ্বের সন্ত্রাসী সংস্থাগুলোর কাছেও অনেক জনপ্রিয়।
এক নজরে Thompson M1921 Submachine Gun :
Type : Sub-machine Gun
Place Of Origin : United States Of America
Weight : 10.8 lb (4.9 kg) empty (M1928A1) & 10.6 lb (4.8 kg) empty (M1A1)
Length : 33.5 in (850 mm) (M1928A1) & 32 in (810 mm) (M1/M1A1)
Barrel Length : 10.5 in (270 mm) and 12 in (300 mm) (with cutts compensator)
Cartridge : .45 ACP (11.43 × 23 mm)
Rate Of Fire : 600–1500+ rpm, depending upon model
Effective Range : 50 metres (160 ft)

At Number 1

DSR-Precision DSR 50 Sniper Rifle

 


কথায় বলে, “বাপেরও বাপ আছে”! ঠিক তেমনিই সেরা অস্ত্রেরও সেরা আছে। তাই নিজের যোগ্যতা প্রমাণ করে বিশ্বের সেরা দশটি রাইফেলের মধ্যে দম্ভের সাথে প্রথম স্থান ধরে রেখেছে এই স্নাইপার রাইফেল টি। অন্য কিছু জনপ্রিয় অস্ত্রের মত এই অস্ত্রেরও ডেভেলপ হয়েছে জার্মানীতে। এই অস্ত্রটির একটি বিশেষত্ব হল, স্পেয়ার ম্যাগাজিন রাখার জন্য এই অস্ত্রের মধ্যেই সংযোজন করা হয়েছে একটি এক্সট্রা হোল্ডার, যার ফলে অস্ত্র রিলোড করতে সময় লাগে অনেক কম! প্রায় দেড় কিলোমিটার দূর থেকে লক্ষ্যভেদ করতে সক্ষম এই স্নাইপার রাইফেলটি বর্তমানে ইউ.এস. আর্মির একটি ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এক নজরে DSR-Precision DSR 50 Sniper Rifle :
Type : Anti-Materiel Sniper Rifle
Place Of Origin : Germany
Weight : 10.3 kg (22.71 lb) (empty)
Length : 1,350 mm (53.1 in) (with blast compensator)
Barrel Length : 900 mm (35.4 in)
Cartridge : .50 BMG (12.7x99mm NATO)
Feed System : 5-round detachable box magazine
Sights : Modified MIL-STD-1913 rail provided for optics.
Share To:

K. Nayeem

Post A Comment: