নিউক্লিয়ার বোমা ও বোম্বার বিমান
পারমানবিক বোমা
মানব সভ্যতা ধব্বংসের প্রথম বীজ বপন করেছিলেন আইনষ্টাইন সে প্রথম পারমাণবিক বোমা তৈরীর প্রথম ধারণা দেন।সেই বীজ বপন করেছিল আমেরিকা। এবং বীজ থেকে গাছে রূপান্তরিত করে ওপেনহাইমার।সেই পারমাণবিক বোমা তৈরী করে।সেই গাছের প্রথম ফল ভোগ করে জাপান। তখন বি-২৯ নামক বোম্বার সেই ফল বহন করত। জাপানে মাত্র ২টা ফল ফেলা হয়েছিল।এটা যেমন তেমন ফ্রুট নয়।সেটা পারমাণবিক ফ্রুট।সেই ফ্রুটটা এমন সুস্সাদু ছিল,জাপান আজও ভূলতে পারেনি।এবং সেই ফ্রুটের গুণাবলী এমন প্রখর জাপান তা আজও বয়ে বেড়াচ্ছে এবং অদূর ভবিষ্যতে বয়ে বেড়াবে।

 বর্তমান বিশ্বে কম করে হলেও ২২ হাজারের মত সেই পারমাণবিক ফল রয়েছে। যাই হোক বলতে চাইছিলাম বিশ্বের সব চাইতে মানবতাবাদী দেশ আমেরিকার কথা।যে সাদ্দাম হোসেন কে ফাসি দেওয়া হয়েছিল কুর্দি হত্যার দায়ে।ঘটনার শুরুটা করেছিল আমেরিকা। যখন ইরানের সাথে আমেরিকার সম্পর্ক খরাপ হয়,তখন ইরাকের সাথে বন্ধুত্ব করে ইরাক-ইরান যুদ্ধ বাধিয়ে দিয়েছিল।কিছুদিন আগে আফগানিস্থনে একটি হসপিটালে বিমান হামলা চালিয়ে ৪৭ জন বেসামরিক মানুষ হত্যা করে।প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। প্রথমে দায় স্বিকার করে নি।দায় স্বীকার করার পর বলছে এটা কোন যুদ্ধ-অপরাধ বা মানবতাবিরোধি অপরাধ কোনটাও না, যে আমেরিকা কোথাও একজন ইউরোপিয় নাগরিক হত্যা করলে মানবতা বলে চিল্লায়, সে মানবতা এখন কোথায় গেল? ওবামা এখন জাপান সফর করছেন। সেই ফল ব্যাবহারের জন্য তারা ক্ষমা চাইবেনা, এটাই কি মানবতা??। মধ্যপ্রাচ্যে ফ্রক্সি ওয়ার সৃষ্টি করে সন্ত্রাস দমনের নাম করে লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে, কিন্তু আপনি কি জানেন আমেরিকায় গড়ে প্রতিদিন সন্ত্রাসী কর্মকান্ডের জন্য ১০০ জনের বেশি মানুষ হত্যা হয়। সুতরাং ন্যাটোর কি উচিত নয় সেখানে সামরিক অভিযান চালিয়ে সন্ত্রাস দমন করা? ভিয়েতনাম যুদ্ধের কথা কি ভূলে গেছেন? মানবতা বলতে আমরা এখন বুঝি, মুসলমানদের উপর বর্বরতা কে, ইরাক কে গ্যাস বোমা কে দিয়েছিল?।আমি আসাদের পক্ষপাতিত্ব করব না, সিরিয়ায় রাসায়নিক ওয়েপন কিন্তু বিদ্রোহীরাই ব্যাবহার করেছিল।কিন্তু বিদ্রোহিদের এই অস্ত্র কে দিছে?।আমার এই প্রশ্নের গুলোর উত্তর হয়ত আপনারা জানেন, হয়ত অদূর ভবিষ্যতে এমন এক সময় সাধারন যুদ্ধেও অনবিক অস্ত্র ব্যাবহার হবে, ইরান শান্তি পূর্ন ভাবে যদি পারমাণবিক কার্যক্রম পরিচালনা করলে যদি অপরাধ হয়।
 

US B-2011
অথচ, আমেরিকা কিছু দিন আগেও বি-২০১১ নামক অত্যাধুনিক পারমাণবিক অস্ত্রের পরিক্ষা চালিয়েছে?। এটা কি অপরাধ নয়?
nuclear weapons info nuclear weapons info nuclear weapons info nuclear weapons info nuclear weapons info nuclear weapons info nuclear weapons info nuclear weapons info nuclear weapons info weapons information weapons information weapons information weapons information world war 1 weapons information world war 1 weapons information world war 1 weapons information world war 1 weapons information weapons information weapons information weapons information weapons information world war 1 weapons information world war 1 weapons information world war 2 weapons information world war 2 weapons information world war 2 weapons information bangla news bangla news bangla news bangla news bangla news bangla news bangla news weapons names weapons names weapons names weapons names weapons names weapons names weapons names weapons names weapons names weapons names weapons names weapons names weapons names weapons names weapons names weapons names weapons names weapons names weapons names weapons names weapons names weapons names weapons names weapons names weapons names weapons names weapons names weapons names weapons of indian army weapons of indian army weapons of indian army weapons of indian army weapons of indian army weapons of indian army weapons of indian army weapons of indian army weapons of the weak weapons of the weak weapons of the weak weapons of the weak weapons of the weak weapons of the weak weapons of the weak weapons of the weak weapons of the weak weapons of the weak
Share To:

K. Nayeem

Post A Comment: