KV-1 ট্যাংক ছিলো ২য় বিশ্ব-যুদ্ধে রেড আর্মির Heavy Tank... যার আর্মার এতোই মোটা ছিল যে ১৩৫ টা আঘাত পাবার পরও Shell Penetrated হয়নি। ওই যুদ্ধে ৭ টা KV-1, ৪৩ টা জার্মান ট্যাংক ও ২ টা Self propelled Gun ধ্বংস করে। এর জন্য Lieutenant Kolobanov ও তার ড্রাইভার Usov কে পুরস্কৃত করা হয়। Lieutenant Kolobanov এর Tank ই ১৩৫ টা আঘাত পেয়েছিল।

তবে একে বেশিদিন সার্ভিসে রাখেনি USSR কারণ Legendary Tank T-34 ভালো পারফর্ম করছিল। তাছাড়া T-34 এর স্পিড ভালো ছিল এর চেয়ে যা একটা Tank এর জন্য দরকার।
Share To:

K. Nayeem

Post A Comment: