অনেকেই মনে করে থাকেন US Navy SEAL Team-VI আমেরিকার সবচাইতে সেরা এলিট স্পেশাল ফোর্স, তবে এটা ভুল। মার্কিন স্পেশাল ফোর্সদের ভেতর সবচাইতে দক্ষ এলিট কমান্ড ফোর্স হচ্ছে এই "ডেল্টা ফোর্স"। এরা এতটাই এলিট যে এদের পুরো ইউনিট এর সংখ্যা মাত্র ১০০০+-, যার ভেতর মাত্র ৩০০ জন অপারেশন কমান্ডো বা যারা মাঠে মিশন পরিচালনা করে আর বাকি ৭০০ জন ই সহায়ক বিভিন্ন শাখার। অর্থাৎ আমেরিকান বিশাল বাহিনীর সেরাদের সেরা এই ৩০০ জন। এদের বেশিরভাগ ই আর্মি রেঞ্জার্স ইউনিট থেকে আসে, বাকিরা অন্য শাখা থেকে। অনেকেই বলতে পাড়েন রেংকিং এ রাখা হয় না বা রাখলে পড়ে কেনো..! আসলে এদের আজ অব্দি দুই-একটা মিশন ছাড়া কোন মিশন সম্পর্কে প্রকাশ করা হয় নি বা নিয়ম ই নেই তাই।সয়ং SEAL Team-6/VI এর অপারেটর রাও এই ফোর্সে জয়েন করার সপ্ন দেখে বলা হয়, এতটাই মর্যাদাসম্পন্ন এই এলিট ফোর্স। এদের কাজের পুরোটাই আন-অফিসিয়ালি বা এতটাই ক্লাসিফাইড ভাবে ঘটে যে সয়ং প্রেসিডেন্ট এবং আর্মি-চীফ এর অনুমতি ছাড়া এদের ফাইল খোলার অনুমতি কারো কাছেই নেই বা দেখতে পারেনা।
Post A Comment: