Fotros হচ্ছে ইরান সেনাবাহিনীর তৈরি কমব্যাট ড্রোন । আইএআইও এর তৈরি এই ড্রোনটিকে ইরানের সেনাবাহিনীতে ব্যাবহ্রত সবচেয়ে বড় ড্রোন বলা হয় । এটি ২৫০০০ ফুট উচ্চতায় ১৭০০-২০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম ।

একটানা আকাশে ১৬-৩০ ঘণ্টা উড়তে সক্ষম এই ড্রোন বিশেষভাবে তৈরি হয়েছে দীর্ঘ সময়ব্যাপী যুদ্ধে ব্যাবহারের জন্য । এটি তার ডিজাইনের জন্য পশ্চিমা বিশ্বে সাড়া ফেলেছে । বিশেষজ্ঞদের মতে এটিই যুক্তরাষ্ট্রের জেনারেল অ্যাটোমিকস প্রিডেটর ড্রোনের রিভার্স ইঞ্জিনিয়ারিং এর ফসল । তবে এর একটি সমস্যা হল এর বৃহৎ আকৃতির ফলে এটি রানওয়ে ছাড়া উড়তে পারে না ।

সাধারন বৈশিষ্ট্যঃ

👉 দৈর্ঘ্যঃ ২৭.০৭ ফুট
👉 প্রস্থঃ ১৬০.৭৬ ফুট
👉 উচ্চতাঃ ২২.৯৭ ফুট
👉 ওজনঃ ৫২০ কেজি খালি অবস্থায়, ১০২৫ কেজি ফুল লোডেড
👉 সর্বোচ্চ গতিঃ ২১৫ কিমি/ঘন্টা
👉 হার্ডপয়েন্টঃ প্রতিটি ডানার সাথে একটি করে মোট ২ টিতে ATGM বা একই জাতীয় বোমা বা অস্ত্র বহন করা যায় ।
Share To:

K. Nayeem

Post A Comment: