F90 carbine assault rifle অনেকে F-90 নামে ও চিনে আবার অনেকে EF88 নামে এর সাথে পরিচিত।

১৯৮০শতকের দিক থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আর্মি বাহিনীতে নিয়মিতভাবে এর ব্যবহার করা হয়। পরবর্তীতে অবশ্য অস্ট্রলিয়ারা নিজেই

এধরনের অস্ত্র তৈরি করে। এটা অস্ট্রিয়ার তৈরি Steyr
AUG rifle হতে কপি করা। তবে অস্ট্রেলীয়রা এর
আরেকটি ভার্সন তৈরি করে যার নামকরণ করা হয় F90 যা কিনা অস্ট্রিয়ার Steyr AUG এর সাথে অনেকাংশে মিল পাওয়া যায়। তবে f-90 ও f-90 carbine এর সাথে শুধু ব্যারেলের অমিল পাওয়া যায়. এ বাদে সবই এক। f-90 carbine ৪০ মিমি আনবারেল গ্রেনেড লাঞ্চ করা যায় এবং এর বল্টু হোল্ড খুলে এর আকৃতি পরিবর্তন ঘটানো যায় আর দ্রুত রিলোডকরা যায়।

একনজরে F90 কার্বাইন এ‌্যাসাল্ট রাইফেল এর বৈশিষ্ট্যগুলোঃ

প্রস্তুতকারক : অস্ট্রলিয়া
সার্ভিস আসে : ২০১৩ সাল
দৈর্ঘ্য : ৭০০ মিমি
ব্যারেল দৈর্ঘ্য : ৪০৭ মিমি
ক্যালিবার ৫.৫৬×৪৫ মিমি
ওজন : ৩.২৫ কেজি
রেট অফ ফায়ার : ৮৫০ রা/মি
রেঞ্জ : ৩০০ মি
ম্যাগাজিন : ৩০ রাউন্ড।
Share To:

K. Nayeem

Post A Comment: