তবে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের কোনো হুমকির পাত্তা দিচ্ছে না ইরান। উল্টো পারস্য উপসাগরে ইরানি আধাসামরিক বাহিনীকে ছোট ছোট নৌকায় ক্ষেপণাস্ত্র জড়ো করে রাখতে দেখা গেছে।
ইরানের সংসদবিষয়ক ও বিপ্লবী বাহিনীর উপপ্রধান মোহাম্মদ সালেহ জোকার বলেছেন, ইরানের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পারস্য উপসাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজে পৌঁছতে সক্ষম, নতুন যুদ্ধের সামর্থ্য মার্কিন যুক্তরাষ্ট্রের নেই।
চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে উপসাগরীয় অঞ্চলে বিমান চলাচলে সতর্কতাও জারি করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনায় মধ্যপ্রাচ্যের শান্তি বিষয়ে জরুরি বৈঠক আহ্বান করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
আগামী ৩০ মে আরব লীগ ও উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের এ বৈঠকে ইরানের সম্ভাব্য তৎপরতার বিষয়ে পর্যালোচনায় বসবেন আরব নেতারা।
যুক্তরাষ্ট্রসহ আরব দেশগুলো কেন ইরানের এমন তৎপরতায় ভয় পাচ্ছে?
ইরানের বিপ্লবী বাহিনীর উপপ্রধান মোহাম্মদ সালেহ জোকার জানান, ২০০০ কিলোমিটার লক্ষ্যভেদ করতে সক্ষম, এমন বেশ কয়েকটি মিসাইল ইরানের সংগ্রহে রয়েছে। তিনি বলেন, দূরপাল্লার এ ক্ষেপণাস্ত্রগুলোর মাধ্যমে খুব সহজেই পারস্য উপসাগরে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আমরা হামলা করতে সক্ষম হব।
সম্প্রতি ওয়াশিংটনের পররাষ্ট্রবিষয়ক একটি মূল্যায়নের বরাতে আরবি বার্তা সংস্থা আল-মুহিত জানিয়েছে, স্বল্প, মাঝারি ও দূরপাল্লার হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের। এর মধ্যে শাহাব-১, ২ ও ৩ ক্ষেপণাস্ত্রের সর্বনিম্ন পাল্লা ২,০০০ কিলোমিটার। এ ছাড়া, সমগ্র ইরানে শত শত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে রেখেছে তেহরান।
এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অত্যাধুনিক রাডার শত্রুর শত শত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অত্যন্ত সাফল্যের সঙ্গে ব্যর্থ করে দিতে সক্ষম। তা ছাড়া দেশটির বিশাল নৌশক্তি রয়েছে, যা দিয়ে পারস্য উপসাগরে শত্রুর যেকোনো স্থাপনাই সহজেই হানা দিতে পারে ইরান।
খলিজ ফার্স মিসাইল
![]() |
| খলিজ ফার্স মিসাইল |
শাহাব মিসাইল
![]() |
| শাহাব মিসাইল |
শাহাব-৪ মিসাইলটি তিন হাজার কিলোমিটার দূরে পর্যন্ত শত্রুদের ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম।
শাহাব সিরিজের মধ্যে শাহাব-৫ ক্ষেপণাস্ত্রটির ব্যাপারে ইসরাইলি মিডিয়াগুলো জানিয়েছে, ইরানের কাছে থাকা মিসাইলগুলোর মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী।
ফাতেহ-১১০
![]() |
| ফাতেহ-১১০ |
কদর-১১০
![]() |
| কদর-১১০ |
সূত্র: আল আরাবিয়্যাহ





Post A Comment: