আজকের পোস্ট তাদের জন্য। এই তিন ধরনের যুদ্ধ জাহাজ গুলি ভিন্নতা প্রকাশ হয় তাদের আকার,কার্যপদ্ধতি,কার্যক্ষমতার ওপর নির্ভর করে। নীচে এক এক করে সংক্ষেপে বলা হল:-
ফ্রীগেট : এই ধরনের যুদ্ধ জাহাজ গুলির ওজন 2500-6500 টন পর্যন্ত হতে পারে।একটি করভেটের যা যা গুন থাকে,সব এদের মধ্য আছে।এদের কে বিভীন্ন মিসাইল দ্বারা সজ্জিত করা থাকে ।এদের রোল মূলত ডিফেন্সিভ ।অর্থাৎ এরা কোন নেভাল এরিয়া বা জাহাজের পাহারা দার হয়।এদের কাজ বহিঃ শত্রুর আক্রমন থেকে,টার্গেটকে রক্ষা করা। যেমন -INS SHIVALIC
ডেসট্রয়ার : এই ধরনের যুদ্ধ জাহাজের ওজন 5000-10000 টন অবদি হতে পারে ।নাম শুনেই বুঝতে পারছেন এদের কাজ হল ধংস করা।একটি করভেট ও একটি ফ্রিগেটের বৈশিস্ঠ গুলিও ,এই ডেসট্রয়ারের মধ্য থাকে।এরা প্রধানত ফ্রন্ট লাইন যুদ্ধ জাহাজ হয়।এদের কে বিভিন্ন ধরনের মিসাইল,টর্পেডো,এন্টি এয়ারক্রাফট গান আরও বিভিন্ন অস্ত্র যুক্ত থাকে।এরা একাধারে শত্রু পক্ষের জাহাজ থেকে শুরু করে শত্রু পক্ষের নেভাল বেসেও আক্রমন করতে সক্ষম।এদের অস্ত্র সম্ভারও অন্য জাহাজ থেকে অনেক বেশি থাকে। একটি ডেসট্রয়ার INS KOLKATA




Post A Comment: