এটি পিস্তল-সাবমেশিনগানের মত 9x19mm প্যারাব্যালাম বুলেটের বদলে 9x39mm হেভি সাবসনিক(SP5)/আর্মার প্রিয়ারসিং(SP6) বুলেট ফায়ার করতে সক্ষম।স্টিল/টাংস্টেন টিপড হওয়ায় এগুলো সহজেই ৬ মিলিমিটার হাই ডেনসিটি স্টিল প্লেট ১০০ মিটার দূর থেকে এবং ২মিলিটারি স্টিল প্লেট বা স্ট্যান্ডার্ড আর্মি হেলমেট ৫০০ মিটার দূর থেকে পুরোপুরি ভেদ করতে পারবে।তবে ভালো ফলাফল পেতে সাধারণত ৪০০ মিটারের কম রেঞ্জে এই রাইফেল ব্যবহার করার পরামর্শ দেয়া হয়।
[ প্রসঙ্গত: যেকোনো বুলেটের ক্ষেত্রে গুন/ক্রস (×) চিহ্নের পরে যে সংখ্যাটা থাকে তা বুলেটের খোসা/ক্যাসিং দৈর্ঘ্য বুঝায়।যেমনঃ 9x39 এমএম এর ক্ষেত্রে ক্যাসিং দৈর্ঘ্য ৩৯ মিলিমিটার আবার 9x19 প্যারাব্যালাম বুলেটের ক্ষেত্রে ক্যাসিং দৈর্ঘ্য ১৯ মিলিমিটার।যে বুলেটের ক্যাসিং দৈর্ঘ্য যত বেশি সেটি তত বেশি গানপাউডার বহন করতে পারে।আর বুলেটের ডিজাইনের পাশাপাশি এই গানপাউডারই হলো বুলেটের পারফরমেন্সের অন্যতম চাবিকাঠি ]
বিল্টইন সাপ্রেসরসহ(প্রয়োজনে সাপ্রেসর খুলে রাখা যায়) দৈর্ঘ্যে মাত্র ৩৫.২ ইঞ্চি ও মাত্র ২.৬ কেজি ওজনের হওয়ায় এটি বড় ব্রিফকেস/ট্র্যাভেল ব্যাগে বহনযোগ্য।
আগেই বলেছি একে ডিজাইন করা হয়েছিল স্পেশাল অপারেশনের জন্য।এর একশন সিস্টেম অন্যান্য একে সিরিজের রাইফেলের মত গ্যাস অপারেটেড এবং এটি স্নাইপার রাইফেল ক্যাটাগরির হলেও এর ফায়াররেট মিনিটে ৭০০ রাউন্ড!
এতে প্রথাগত আয়রণ সাইট বা PSO-1 বা PKS-07 টেলিস্কোপিক সাইট ব্যবহার করা হয়।ফলে এর ইফেক্টিভ রেঞ্জ আয়রণ সাইটে ৩০০ মিটার ও PSO-1 সাইটে ৪০০ মিটার।ম্যাক্সিমাম ফায়ারিং রেঞ্জ ৫০০ মিটার(আয়রণ)/৬০০ মিটার(PSO-1)।এতে ১০ বা ২০ রাউন্ডের ম্যাগাজিন লাগানো যায়।1PN51(3.46x zoom) বা PKN-03 নাইট ভিশন স্কোপ দিয়ে রাতের বেলাও নির্ভুলভাবে শত্রুকে 'পুত' করে দেয়া সম্ভব।
এটি আফগান-রাশিয়া যুদ্ধ,চেচেনিয়ার যুদ্ধ,সিরিয়ার গৃহযুদ্ধে সফলতার সাথে ব্যবহার হয়েছে।
#অফটপিক:
১৯৬৩ সালে সার্ভিসে আসার পর ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে আজকের ইয়েমেনের যুদ্ধ পর্যন্ত এমন কোনো যুদ্ধ নাই যেখানে Dragunov SVD স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়নি! বলা হয়ে থাকে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং ইউজার ফ্রেন্ডলি স্নাইপার রাইফেল(যদিও SVD স্কোপ অন্য যেকোনো স্নাইপার স্কোপের চেয়ে আলাদা)
যেহেতু লিজেন্ড এর সাথে নুব(!) ডিফেন্স লাভাররা প্যাঁচ লাগিয়ে ফেলেন সেহেতু ঐটার কিছু ইনফরমেশন এই পোস্টে থাকা উচিৎ।
ড্রাগোনভ এর ইফেক্টিভ রেঞ্জ প্রায় ৮০০ মিটারের মত।কারণ সেটি 7.62x54 এমএম এর বুলেট ইউজ করে।এর ফিড সিস্টেম হিসাবে রয়েছে ১০ রাউন্ডের বক্স ম্যাগজিন।তবে ভার্শনভেদে এর ওজন প্রায় ৫ কেজির মত।আমাদের সামরিক বাহিনী এর চায়নিজ কপি 'টাইপ-৮৫' ব্যবহার করে থাকে৷



Post A Comment: