এরা হল “মেরিটাইম স্পেশাল অপারেশনস ফোর্স।”
সিল (SEAL) শব্দটি দ্বারা সমুদ্র (SEa), বায়ু (Air) ও ভূমি (Land) বোঝানো হয়।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শাখা স্পেশাল ওয়ারফেয়ার কমব্যাটেন্ট-ক্র্যাফট ক্রুম্যান এবং স্পেশাল অপারেশন্স ফোর্সের কিছু অংশের সমন্বয়ে এই বাহিনীর গঠিত হয়েছে। সিলদের মূল কাজ হলো সরাসির সামরিক অভিযান ও বিশেষ গোয়েন্দা অভিযান পরিচালনা করা।
যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ১৮ থেকে ২৯ বছর বয়সী সকল নাবিকরা নেভি সীলের ট্রেনিং নিতে পারে , তবে তার আগে আট সপ্তাহ কর্তৃপক্ষের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়।
ট্রেনিং-এ অংশগ্রহণ করার মতো শারীরিক সামর্থ্য আছে কিনা তা দেখার জন্য,
- ৫০ গজ সাঁতার ১২.৩০ মিনিটে
- ৫০ টা পুশ আপ ২ মিনিটে
- ৫০ টা সিট আপ ২ মিনিটে
- ১.৫ মাইল দৈাড় ১০.৩০ মিনিটে
পরের ধাপে,
- ২.১ কি:মি সাঁতার ২৪ মিনিটে
- এবং ৭০-৮০ টি পুশ আপ
- ১.১.৪ মাইল ৩০ মিনিটে
এবং প্রতিদিন পাড়ি দিতে হয় ৩২০ কি:মি: উঁচুনিচু পথ, এরকম চলে মোট ১১ সপ্তাহ। তাদেরকে হাত-পা বাঁধা অবস্থায় পানিতে সাঁতরানোর জন্য দেওয়া হয়। এখানে যারা টিকে থাকে তাদেরকে নিয়ে শুরু হয় পরেন ধাপ।
শুধুমাত্র প্যাট্রলিং-র্যাপেলিং, ল্যান্ড নেভিগেশন, যেকোনো ধরণের অস্ত্রচালনা, গ্রেনেড/বিস্ফোরক ব্যবহারের উপর ৭ সপ্তাহের ট্রেনিং দেওয়া হয়।
সীলদের রাতের অন্ধকারে ১০ হাজার ফিট উপর নিরাপত্তা ছাড়াই ঝাঁপ দিতে হয়, কিন্তু তা একবার নয় অনেকবারই করতে হয়।
নেভি সীল পৃথিবীর অন্য যে কোনো এলিট ফোর্সের চাইতে কোনো বিশেষ টার্গেট বা ব্যাক্তিকে হত্যা করতে এবং পানিপথে এবং ভূমিতে অপারেশন চালাতে ওস্তাদ, আর সেটা সীলরা প্রমান করে দিয়েছে।
নেভি সীলে স্নাইপার ও আছে তবে যারা যারা স্নাইপার যোগ দিতে চায় তখন তাকে অবশ্যই স্নাইপিং-এর উপর আলাদা অতিরিক্ত ট্রেনিং গ্রহন করতে হবে

Post A Comment: