SAS (Special Air service) হলো পৃথিবীর সেই স্পেশাল ফোর্স যাদেরকে পৃথিবীর অন্য সকল স্পেশাল ফোর্স কোন না কোনো দিক দিয়ে অনুসরন করেছে। এই স্পেশাল ফোর্স টি পৃথিবীর সর্বপ্রথম আধুনিক স্পেশাল ফোর্স।
ব্রিটিশ Special Air Service দক্ষতা, সক্ষমতা, যোগ্যতা সব দিক দিয়ে গৌরবের সাথে পৃথিবীর সেরা এলিট স্পেশাল ফোর্স। এদের ট্রেনিং লেভেলটাই অন্যরকম। Man vs Wild এর বিয়ার গ্রিলস এর দিকে তাকালেই বুঝতে পারবেন যে SAS পৃথিবীর যে কোনো যায়গায় যে কোনো অবস্থায় এবং যে কোনো পরিবেশে টিকে থাকতে সক্ষম।কারন তিনি SAS স্পেশাল ফোর্সের ২১ রেজিমেন্টের একজন সাবেক কমান্ডো।
SAS এর ট্রেনিং সিস্টেম অপ্রকাশিত। এবার এদের ব্যাপারে জেনে নিবো খুঁটিনাটিঃ
- ১৯৪১ সালে ইংল্যান্ডে গঠন করা হয় SAS স্পেশাল ফোর্স। এবং ১৯৪৭ সালে অফিসিয়ালি আত্মপ্রকাশ করে। SAS স্পেশাল ফোর্সে মোট ৩ টি রেজিমেন্ট রয়েছে এগুলো হলো ২১, ২২ এবং ২৩ রেজিমেন্ট। এর ভিতরে ২২ রেজিমেন্টের কমান্ডোরা নিয়মিত। ২১, ২৩ কমান্ডোরা রিজার্ভ কমান্ডো হিসাবে সেনাবাহিনীদের সাথে অপারেশন পরিচালনা করে। তবে সব রেজিমেন্টের কমান্ডোদের ট্রেনিং লেভেল একই।
শুধু তাই ই না, মজার কথা হচ্ছে আমাদের প্যারা কমান্ডো ব্যাটালিয়ন ও SAS এর আদলে গঠিত।
- এই এলিট ফোর্স বন্দি উদ্ধার, গুপ্ত হামলা, শত্রু অবস্থানে গুপ্ত হামলায় সেরাদের সেরা। আর সোমালিয়া, ইরাক, আফগানিস্তানের অনেক অপারেশন বিশ্বে এদের শ্রেষ্ঠত্ব প্রমান করেছে। ইরাকে আগ্রাসন চালানর সময় এই বাহিনী এতটাই কার্যকর ভূমিকা নিয়েছিল যে স্বয়ং মার্কিন এক জেনারেল এদের প্রশংসায় পঞ্চমুখ ছিলো।
- ২২ রেজিমেন্টে মোট ৪ স্কোয়াড্রনে আছে। সেগুলো হলো A, B, D এবং G প্রত্যেকটি স্কোয়াড্রনে ৬৫ জন করে আছে। এই স্কোয়াড্রন গুলোর কমান্ডার থাকে একজন। আবার প্রত্যেকটি স্কোয়াড্রনে ৪ টি করে ট্রুপস থাকে যেগুলো একজন ক্যাপ্টেন অপারেট করে ক্যাপ্টেন সহ এর আকার ১৫ জন করে হয়। আর এই ১৫ জনকে আবার ৪ জন করে ভাগ করা হয়, এই ৪ জন আবার আলাদা আলাদা ক্যাটাগরি তে দক্ষ। তার মানে ব্যাপারটা বুঝতেই পারছেন।
এদের হেড কোয়ার্টারঃ
- 21 রেজিমেন্ট →London
- 22 রেজিমেন্ট →Stirling Lines
- 23 রেজিমেন্ট →Birmingham
এবার জানবো ৪ টি স্কোয়াড্রন সম্পর্কেঃ
- A স্কোয়াড্রনে রয়েছে বোট ট্রুপ। এই গ্রুপটি বিশেষ ভাবে মেরিটাইম অপারেশন চালনার জন্য বিশেষ ভাবে দক্ষ। এরা Scuba Diving & Kayaks এ বিশেষ দক্ষ। এদের স্পেশাল বোট সার্ভিস বা SBS এর সাথে ট্রেইন্ড করা হয়।
- B স্কোয়াড্রনে রয়েছে এয়ার ট্রুপ। এদেরকে বলা হয় প্যারাকমান্ডো। এরা আকাশের যে কোন উচ্চতা থেকে শত্রুর উপর নেমে এসে তাদের নাস্তানাবোদ করতে ওস্তাদ। তাছারা এরা High Altitude-Low Opening (HALO) and High Altitude-High Opening (HAHO) এ বিশেষ পারদর্শী।”বেয়ার গ্রিলস” এই স্কোয়াড্রনেই ছিলেন।
- D স্কোয়াড্রনে রয়েছে মোবিলিটি ট্রুপ। এরা বিশেষ সব ভেহিকেল বা যানবাহন ব্যবহার করে অপারেশন চালাতে বিশেষ ভাবে দক্ষ।তাছাড়া এরা মরুভূমিতে অপারেশন চালাতে বিশেষ প্রশিক্ষিত এক কথায় ওস্তাদ।
- G স্কোয়াড্রনে রয়েছে মাউন্টেন ট্রুপ। এরা পাহাড় পর্বত বা আর্কেটিক অঞ্চলে অপারেশন চালাতে বিশেষ ভাবে প্রশিক্ষিত। এরা আর্কেটিক অঞ্চলে মিশন পরিচালনার জন্য বিশেষ ভাবে ট্রেনিং প্রাপ্ত এক কথায় ওস্তাদ।
একথায় এরাই হলো বিশ্বের অন্যসব স্পেশাল ফোর্সের আইডল।


Post A Comment: